web developer in jhenaidah

Expert Web Developer in jhenaidah - Rubel Hossain

আমি মোঃ রুবেল হোসাইন। বিগত পাঁচ বছর ধরে অনলাইনে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সাথে এসইও নিয়ে কাজ করতেছি। পাঁচ বছরের মধ্যে সারাবিশ্বে ৪৫০+ ফরেনার ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আলহামদুলিল্লাহ অনেক অর্থ ইনকাম করেছি, এখনো করতেছি। আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার এই ঝিনাইদহ জেলার মধ্যে Web developer in jhenaidah এরিয়াকে কাজ করতে চাই. আশা করি, আমার পূর্ববর্তী যে সমস্ত দক্ষতা অর্জন করছি সেগুলো দিয়ে আমার সর্বোচ্চ সার্ভিস আপনাদেরকে দিব ইনশাল্লাহ।

আমার সাথে কাজ করার আগে অবশ্যই আমার কন্টাক্ট ইনফর্মেশন মাধ্যমে যোগাযোগ করবেন। তারপর ভেবে-চিন্তে কাজ করবেন। আশা করি ভাল ফলাফল পাবেন।

আপনি কেন আমার সাথে কাজ করবেন?

কারণ প্রত্যেকটা ব্যক্তি চাই তার কাজের গুনাগুন অবশ্যই ভাল হোক. আর এই ভালো করে কাজ করার জন্য একজন অভিজ্ঞ ভালো ব্যক্তির চাহিদা প্রয়োজন হয়. সেজন্যই অভিজ্ঞ ব্যক্তি ছাড়া ভালো ভাবে কাজ করা সম্ভব না. আর আমি সেরকমই একজন ব্যক্তি, যা বিগত পাঁচ বছর ধরে অর্জন করেছি। আশা করি, আপনার চাহিদামত কাজ হবে ইনশাল্লাহ।

আপনি কি ধরনের সুযোগ-সুবিধা পাবেন - web developer in jhenaidah

প্রত্যেকটা কাজেরই নির্দিষ্ট কিছু নিয়ম থাকে আর এই নিয়মের মধ্যে কাজ করতে হয়. ঠিক তেমনি আমাদের এই web developer in jhenaidah এর মধ্যে বেশ কিছু নিয়ম-নীতি আছে যা আমাদের মেনে বুঝে কাজ করতে হয়.

আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন ঠিক তখনই আপনার অবশ্য একটি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে. সেই ডোমেইন-হোষ্টিং কিনতে হলে অবশ্যই ন্যূনতম কিছু অভিজ্ঞতা প্রয়োজন হবে. তাছাড়া আপনি কিন্তু তখন ডোমেইন & হোস্টিং ক্রয় করতে পারবেন না. আর যদি ডোমেইন-হোষ্টিং ভালো কোন কোম্পানি থেকে ক্রয় করতে চান তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল / বিদেশি কোম্পানি থেকে মাস্টার \ পেপাল কার্ডের মাধ্যমে ক্রয় করতে হবে আর তখনি আপনার ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হবে.যা আপনি নিজে করতে পারবেন না. হয়তোবা আপনি আপনার কাছে কোন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড থাকবে না.

আর এই সমস্যার সমাধান আমরা আপনাকে দিব. ডোমেইন & হোস্টিং ক্রয় করা থেকে শুরু করে ওয়েবসাইট সেটআপ করা,সাইট তৈরি করা এবং এসইও করা ইত্যাদি কাজ আমাদের কোম্পানীর মাধ্যমে করে নিতে পারবেন। এই ওয়েবসাইট মূলত আমার সিঙ্গেল ওয়েবসাইট / ব্যক্তিগত ওয়েবসাইট বলা যায়। আমাদের কোম্পানি ভিত্তিক ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনাকে আমরা সার্ভিস দিব। IT EXPERT IN BD

আপনি কি ধরনের কাজ করতে চান এবং কত টাকা বাজেট ইত্যাদি আমাকে জানানোর জন্য উপরের ফরমটি ফিলাপ করে সাবমিট করুন। আমরা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করব, আশাকরি আপনার কাংখিত সার্ভিস পেয়ে যাবেন।

Contact us 

About