Freelancing in Bangladesh
“আসসালামু আলাইকুম”
আপনি কেমন আছেন? আশা করি, আল্লাহর রহমতে ভাল আছেন। আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড হয়তো কিছু জানতে এসেছেন নয়তোবা অভিজ্ঞ ফ্রিল্যান্সার হতে চান. যাইহোক আপনাকে আমি আজকে দুইটি বিষয় খুব ভালোভাবে জানাবো এবং অভিজ্ঞ ফ্রিল্যান্সার কিভাবে খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন সে বিষয়ে আপনাকে এই ব্লকের মধ্যে গুরুত্বপূর্ণ টিপস দিব. আশা করি সাথে থাকবেন। (Freelancing in bangladesh)
What is Freelancing?
আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয় কিছুই না জানেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়. এই বিষয়টি আগে ভালোভাবে বুঝতে হবে, তারপর আপনার জন্য এই ব্লগটি বুঝতে সুবিধা হবে. আর আপনি যদি জেনে থাকেন ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে করতে হয় ইত্যাদি তাহলে আপনি ব্লক টি কন্টিনিউ করতে পারেন।
আপনি যদি নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসাবে তৈরী করতে চান তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়ে নিজের ভেতর খুব শক্ত ভাবে তৈরি করতে হবে. তাহলেই অ্যাডভান্স ফ্রিল্যান্সিং টিপস-এন্ড-ট্রিকস আপনার ভেতরে খুব সহজেই চলে আসবে। আর আপনি যদি আপনার বন্ধু এবং নিজস্ব কাউকে অনলাইনে মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল RUBEL HOSSAIN99 ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। (Freelancing in bangladesh)
ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য.
বাংলাদেশের অধিকাংশ মানুষই না বোঝে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়টিকে গুলিয়ে ফেলে। সে ক্ষেত্রে আমাদের মধ্যে বিষয়টা অজানাই থেকে যায়। তাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করব ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি এবং এর মধ্যে পার্থক্য কি?
ফ্রিল্যান্সিং:
ফ্রিল্যান্সিং শব্দটি ইংরেজি Word . ফ্রিল্যান্সিং বাংলা আভিধানিক অর্থ হল মুক্ত পেশা। বিষয়টি যদি আমরা উদাহরণস্বরূপ বুঝি, যেমন: আপনি ইচ্ছা হইলে কাজ করবেন, ইচ্ছা না হইলে কাজ করবেন না -এর অর্থটা এভাবেই বুঝায়। আমরা যখন অনলাইনে বিভিন্ন প্রকার মার্কেটপ্লেস এর মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে জব নিয়ে থাকি তখন আমাদের মধ্যে একটি স্বাধীনতা বোধ কাজ করে.
কারণ আমি ইচ্ছা করলে কাজটি বাদ দিয়ে দিতে পারবো anytime. অন্য কাজ শুরু করতে পারি। কিন্তু আমি যদি বাংলাদেশী কোন ব্যক্তির কোম্পানিতে কাজ করতাম তাহলে কিন্তু এই স্বাধীনতা টা আমার মধ্যে থাকবেন। এজন্য ফ্রিল্যান্সিং পেশা টা খুবই আরামদায়ক এবং মুক্ত পেশা।
“এককথায় ফ্রিল্যান্সিং অর্থ হল বিদেশীদের কাছ থেকে আমরা যখন কাজ নিয়ে সেই কাজ নিজেই সম্পন্ন করে দিই আর এই কাজটি হলো Freelancing বলে.
আউটসোর্সিং:
আউটসোর্সিং বিষয়টি আমি যদি খুব সহজে বলি, তাহলে আমি যখন কোন ব্যক্তির কাছ থেকে কাজ নিব সে কাজটি আমি নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলাম। আমার এই পেশাটা আউটসোর্সিং বলে. এক-কথায় আমি ২nd মাধ্যম হিসেবে যে কাজটি করলাম সেটি আউটসোর্সিং।
What is Freelancing in Bangladesh?
ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমার-আপনার বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে .বিগত 10 থেকে 15 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল এর আধুনিকতা একটা ব্যাপক ছিল না. দিন যত যাচ্ছে ততই আমাদের দেশের সন্তানেরা ভাইয়েরা বিশ্ববাজারে উন্নতির লক্ষ্যে পৌঁছাতে.
ফ্রিল্যান্সার হিসাবে সত্যি আমরা অনেক গর্বিত, কারণ আমরা যখন বাইরের দেশ থেকে রেমিটেন্স আমার সোনার বাংলাদেশ তে আনতে পারি সত্যিই আমাদের অনেক ভালো লাগে।
দেখুন আমরা কোন ধরনের দ্রব্য সামগ্রী মাধ্যমে অর্থ বাংলাদেশে আনতে-ছিনা, শুধুমাত্র আমাদের মেধা ও সময় খাটিয়ে বাংলাদেশ অর্থ আনতেছি। বাংলাদেশে একমাত্র Without Any Product ফ্রিল্যান্সাররাই অধিক রেমিটেন্স আনতে সক্ষম।

ভালোর মধ্যে সামান্য কিছু খারাপ থাকে, যেগুলো আমরা চাইলেও সহজে সরাইতে পারি না.
ঠিক তেমনি আমাদের বাংলাদেশ হাজার হাজার / লাখ লাখ ভালো ফ্রিল্যান্সার আছে এর ভিতরে কিছু অসাধু ব্যক্তি আছে. আমাদের এই Freelancing কাজ 99 শতাংশ ভার্চুয়াল মাধ্যমে হয়ে থাকে। আর এই ভার্চুয়াল মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি বায়ারদের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং / অর্থ জালিয়াতি এবং খারাপ ব্যবহার এবং খারাপ সার্ভিস ইত্যাদি করে থাকে, যার ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়.
তাই তাদের উদ্দেশ্যে বলব আপনারা শুধু একজনকে ক্ষতি করছেন না, সারা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ভাবমূর্তি নষ্ট করছেন এবং নিজেদেরকে ক্ষতি করছেন। দয়া করে সাবধান হবেন। সৎ পথে ইনকাম করার চেষ্টা করবেন। (Freelancing in bangladesh)
দক্ষ ফ্রিল্যান্সার চেনার উপায়?
আপনার কাজের জন্য যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার কে খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে. তাছাড়া আপনি কিন্তু ভালো ব্যক্তিকে খুঁজে পাবেন না.
কারণ ভালো ব্যক্তির বা ফ্রিল্যান্সার ছাড়া আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই সে কাজের মধ্যে অনেক ধরনের জালিয়াতি এবং ধোঁকাবাজি পড়তে পারেন। তাই অবশ্যই বিষয়গুলো মাথায় রাখলে then ভালো ফ্রিল্যান্সার খুঁজতে খুবই সহজ হবে. দয়া করে মনোযোগ সহকারে পড়ুন:
- কাজ দেয়ার আগে সেই ব্যক্তির পূর্বের কাজগুলি ভালোভাবে দেখে নিবেন.
- সময় মত সে ব্যক্তি আপনার সাথে যোগাযোগ রাখতে পারবে কিনা সে বিষয়টি ভালোভাবে শুনে নিবেন.
- আপনার কাজ শুরু করার জন্য সেই ব্যক্তির পর্যাপ্ত পরিমাণ রিসোর্স অথবা কৌশল Tools আছে কিনা সে বিষয়টি ভালোভাবে শুনে নিবেন
- কাজ দেওয়ার আগে আপনার রিকোয়ারমেন্ট তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন এবং সে যদি না বুঝতে পারে তাহলে কাজ দেয়ার দরকার নাই.
- কখনোই অগ্রিম সব টাকা পরিশোধ করবেন না, অবশ্যই কিছু টাকা বকেয়া রাখবেন। কাজ শেষ হলে যদি আপনার পছন্দ হয়, সাথে সাথে টাকা পরিশোধ করে দেবেন সাথে পারলে বোনাস দিবেন।
এই বিষয়গুলো আপনি যদি মাথায় রাখেন তাহলে আমি মনে করি Freelancing in bangladesh থেকে আপনি কাঙ্ক্ষিত ভালো লেভেলের ফ্রিল্যান্সার খুঁজে পাবেন তার ফলে আপনি আপনার সঠিক কাজটি করতে পারবেন.
সবশেষে একটা টিপস:
আপনি যদি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে খুব ভাল ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখে নিজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। Our TY Channel Link.
এবং সেই ওয়েবসাইটটিকে SEO করে খুব সহজে গুগলের রেংক করাতে পারবেন যার মাধ্যমে আপনার বিজনেস কে বিশ্ববাজারে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করি, আমাদের অনেক উপকারে আসবে।
এর পরে আপনি চাইলে খুব সহজে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন। যেমন: